আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকায় জলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এতো দিন ছিলো না কোন শহীদ মিনার। ৫ কিলোমিটার দূরে থাকা শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতের এখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে সেই আক্ষেপের দিন শেষ। জলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত হয়েছে শহীদ মিনার। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের শিক্ষার্থীরাই বেশির ভাগই এ বিদ্যালয়ে পড়ালেখা করে। বিদ্যালয়ের কল্পনা টুডু, সুসমিতা রায়, মেরি বেস্কে, রুমি মুরমু সহ বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, এতদিন আমাদের স্কুলে কোন শহীদ মিনার ছিলো না, তাই অনেক দূর হেঁটে একুশে ফেব্রুয়ারীতে আমরা ফুল দিতে যেতাম। এখন আমাদের স্কুলেই শহীদ মিনার নির্মাণ করায়, ভালো হলো, আমাদের আর অন্য কোথাও যেতে হবে। বৃহস্পতিবার দুপুরে নবনির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য আব্দুল ওদুদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং,ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান, স্থানীয় কাউন্সিলর নরুল ইসলাম মিনহাজ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কুদরত ই-খুদা, সহসভাপতি শ্যাম টুডু।
জলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এ এম মাহফুজুর রহমান জানান, আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায়, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীদের নিয়ে প্রায় কিলোমিটার দূরে আমনুরা এলাকায় যেতে হত। পরে আমরা বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়, বার্ষিক যে মেরামত খাতে অর্থ বরাদ্দ পাওয়া যায়, সেই অর্থসহ সবার সহযোগিতা নিয়ে শহীদ মিনার নির্মাণ কাজ শেষ করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত