মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে মৌলভীবাজার জেলা পুলিশ লাইনসে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (১ মার্চ) মৌলভীবাজার জেলা লাইন্স মাঠে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে মৌলভীবাজার জেলা সুপার মোহাম্মদ জাকারিয়া‘র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সকলে অস্থায়ী স্মৃতিস্তম্ভের কাছে এক মিনিট নীরবতা পালন করেন। অতিরিক্ত সুপার সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় লাইন্স ড্রিল শেডে আয়োজিত স্মরণ-সভায় সভাপতিত্ব করেন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা সিআইডি’র বিশেষ পুলিশ সুপার নুতান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, সহকারী পুলিশ সুপার (টুরিস্ট পুলিশ, মৌলভীবাজার জোন) সহিদুল ইসলাম এবং জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ। কর্তব্যরত অবস্থায় নিহত এসআই কাঞ্চন দেব, কনস্টেবল ইমান আলী এবং কনস্টেবল হেলাল উদ্দিনের পরিবারবর্গের হাতে জেলা পুলিশ মৌলভীবাজারের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন। সভাপতির বক্তব্যে দায়িত্বরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করেন মৌলভীবাজার জেলা সুপার মোহাম্মদ জাকারিয়া । উল্লেখ্য, ২০২২ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেছেন পুলিশের বিভিন্ন স্তরের ১২১ সদস্য। ২০১৭ সাল থেকে এই দিনটি (১ মার্চ) পুলিশ মেমোরিয়াল ডে হিসেবে পালন করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত