ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি রাশেদ খান মেনন এমপির সাথে বুধবার তার সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের এম্বাসেডর মানসুর চারূসী সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তাঁরা বাংলাদেশ ও ইরানের পার্লামেন্ট এবং সরকারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে একমত পোষণ করেন। ইরানে বাংলাদেশের ফলমূল যেমন: আনারস, আম ইত্যাদি রপ্তানি এবং ইরান থেকে সহজে তেল আমদানি করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ইরানের এম্বাসেডর মানসুর চারূসী বলেন, বাংলাদেশ ও ইরান প্রাচীনকাল থেকেই সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ, ফারসি ভাষা যার অন্যতম নিয়ামক। বৈঠক-শেষে উভয়ই দু’দেশের সম্পর্ককে আরও অনন্য উচ্চতায় পৌঁছানোর প্রত্যয় প্রকাশ করেন। এ সময় ইরানের দূতাবাসের দ্বিতীয় সচিব এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত