মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ সিএনজি চালক মোঃ রুমন খানকে আটক করা হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে ডিবির এসআই মোহাম্মদ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ডিবির একটি টিম সন্ধ্যায় মৌলভীবাজার সদর থানা এলাকার ৯ নং আমতৈল ইউনিয়নের অন্তর্গত আটগাঁও গ্রাম থেকে তাকে আটক করে। সে সিলেট জেলার বালাগঞ্জ থানার পৈলনপুর গ্রামের গেদা খানের ছেলে। ডিবি সূত্রে জানা যায়, রবিবার বিকেলে মাদক দ্রব্য ও চোরাচালান উদ্ধারে চেকপোস্ট পরিচালনা-কালে আটগাঁও গ্রামের জনৈক বিপুল মাস্টারের বাড়ির সামনে মৌলভীবাজার-টু- শমশেরগঞ্জ বাজারগামী পাকা রাস্তায় সিএনজি অটোরিকশাকে থামার জন্য সিগন্যাল দেয়। এ সময় সন্দেহজনক মনে হওয়ায় সিএনজি অটো রিক্সার চালক ও যাত্রীদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশি-কালে সিএনজি চালক মোঃ রুমন খানের পরনের জিনস প্যান্টের পকেট থেকে একটি সিগারেটের প্যাকেটে রক্ষিত কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত