ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পঞ্চগড়ে আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টা পাল্টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা দাবীতে বিএনপি কর্মসূচী পালন করে। অপরদিকে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে পঞ্চগড়ে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হেলিবোর্ড এলাকা থেকে পদযাত্রা বের করে জেলা বিএনপির নেতা-কর্মীরা। প্রায় ৪ কিলোমিটার পথ হেটে তেঁতুলিয়া বাসস্ট্যান্ড গিয়ে পদযাত্রাটি শেষ হয়। অপরদিকে দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ পালন করে আওয়ামীলীগের নেতা-কর্মীরা। বিএনপির পদযাত্রায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক জাহেরুল ইসলাম কাচ্চুসহ দলীয় নেতা-কর্মীরা। এদিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তা, সহসভাপতি মনিরা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল, বীপেন চন্দ্র রায়, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ হিটলারসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত