আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে ২৪ ফেব্রুয়ারি রাতে সদর থানার নয়াগোলা হাট (কল্যানপুর) গ্রামস্থ জনৈক বাবুল হাজীর চাতালের পশ্চিম পাশে কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান চালিয়ে ১টি ক্ষুর, ১টি প্লাস্টিকের হাতলযুক্ত ফোল্ডিং চাকু,২ পুরিয়া কাগজে মোড়ানো গাঁজা, ২টি গাঁজা সেবনের কলকি, ২টি গ্যাস লাইটারসহ ৪ জন আসামী মোঃ রায়হান আলী (২৮), মোঃ নাহিদ হাসান (২৬), মোঃ রাতুল ইসলাম (২০) এবং মোঃ ফজর শেখ(১৯) কে গ্রেফতার করেছে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল।
শুক্রবার দিনগত রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং গ্রুপ। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চুরি ছিনতাইসহ বিভিন্ন কুকর্ম সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তাদের চিহ্নিত করে উক্ত অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় জেলার সদর থানায় মামলা করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত