ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে সিন্দুকছড়ি সেনা জোন কর্তৃক বটতল, দক্ষিণ কাঞ্চননগর এলাকায় শনিবার (২৫ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালানো হয়।
ওই অভিযানে ৫ জন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়। এছাড়াও অভিযানে ১টি একে-৪৭ রাইফেল (৭ রাউন্ড অ্যামোনিশন এবং ১টি ম্যাগাজিন), ১টি এম-১ রাইফেল (২৪ রাউন্ড অ্যামোনিশন ভর্তি ম্যাগাজিন) ১টি একে-২২ রাইফেল (আনুমানিক ২০০ রাউন্ড অ্যামোনিশন), ৪টি মর্টার, ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল চায়না (৩ রাউন্ড অ্যামোনিশন), ১টি এলজি লং ব্যারেল রাইফেল (৩৬টি এলজি কার্তুজসহ), ১টি এলজি শর্ট ব্যারেল রাইফেল বিপুল পরিমাণ আইইডি সরঞ্জামাদি এবং ব্যবহৃত ইউনিফরম জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত সশস্ত্র সন্ত্রাসী এবং জব্দকৃত সরঞ্জামাদি প্রয়োজনীয় কার্যক্রম শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত