মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কবি পলাশ দেব নাথকে সম্মাননা স্মারক প্রদান করেছে বাংলা কবিতা কবি ও কবিতার ওয়েবসাইট। ২০ ফেব্রুয়ারি সংস্কৃতি বিকাশ কেন্দ্র পরিবাগ ঢাকায় বাংলা কবিতা কবি ও কবিতার ওয়েবসাইটের সদস্যদের নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক কবি সম্মেলনে -২০২৩ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি কবি বেগম সেলিনা খাতুন, কবি ও এডমিন-৩ কবীর হুমায়ূন এবং সঞ্চালক কবি মনিরুজ্জামান ও কবি রুনা লায়লার ক্রেস্ট তুলে দেন। উল্লেখ্য, কবি পলাশ দেব নাথ মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিনবালী গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে কমলগঞ্জ উপজেলার বড়চেগ গ্রামে বসবাস করছেন। তার পিতা ডা: বিধু ভূষণ দেবনাথ মাতা: প্রনতী রানী নাথ তিনি সাহিত্য, সংস্কৃতি ও সংবাদকর্মী হিসেবে কাজ করছেন। ২০২০ সালে ১ম কাব্যগ্রন্থ ‘‘বেলা শেষে’’ প্রকাশিত হয়, যা পাঠকের মন জয় করেছে এবং একজন সাহিত্যিক হিসেবে দেশের বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে যোগদান করে থাকেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত