ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সোমবার সচিবালয়ে তাঁর অফিসকক্ষে ফ্রান্সের রাষ্ট্রদূত Marie Masdupuy সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে ফ্রান্সের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন এবং আশা করেন এ সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এসময় ফরাসি রাষ্ট্রদূত মন্ত্রীকে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে জনমত গঠনকারী ফরাসি লেখক ও সাবেক সংস্কৃতি মন্ত্রী অঁদ্রে মালরোর ভূমিকা নিয়ে প্রখ্যাত ইতিহাসবিদ Saint Cheron এর ফরাসি ভাষায় রচিত গ্রন্থের বঙ্গানুবাদের মোড়ক উন্মোচনের জন্য অনুরোধ জানান। এছাড়াও বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বহু বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত