মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ব্যুরো প্রধান, ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার ভালুকা উপজেলায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু দুজন হলেন সাফা মারিয়াম (১০) ও মানসুরা মীম (৯)। নিহত সাফা ওই ইউনিয়নের মোহনা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে ও মীম পনাশাইল গ্রামের আজহারুল ইসলামের মেয়ে। দু’জনই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতের আগে নিহত শিশু সাফা মারিয়াম (১০) ও মানসুরা মীম (৯) উপজেলার মোহনা গ্রামের দারুল উলুম হুসাইনীয়া মাদ্রাসার মাঠে খেলছিল। ভালুকা উপজেলার মোহনা গ্রামে অবস্থিত দারুল উলুম হুসাইনীয়া মাদ্রাসার শিক্ষকগণ পাশের সৌদিয়া মসজিদে যোহরের নামাজ পড়তে যান। এ সময় ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী সাফা মারিয়াম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মানসুরা মীম মাদ্রাসার পাশে একটি আকাশমনি গাছের নিচে খেলা করছিলো। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সাফা মারিয়াম ঘটনাস্থলেই মারা যায়। আর এসময় গুরুতর আহত মানসুরা মীমকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার (০২ জুন) দুপুরে ভালুকায় একটি মাদ্রাসার মাঠে খেলাধুলা করছিল এই দু’জন শিশু। এসময় হঠাৎ বজ্রপাতে সাফা ঘটনাস্থলে মারা মারা যান। এসময় মীমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত