মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কুলাউড়া থানার বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন, রিপন মিয়া (৩৫), আলাল মিয়া (৩০), সমসু মিয়া (৫৫), ও আবুল কালাম (৩৫)। আটককৃত সবাই রাউতগাও উজানপাড়ার বাসিন্দা। সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি রাত অনুমান ১১ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ বরমচাল ইউনিয়নের কালামিয়া বাজারস্থ জনৈক রাজিব উদ্দিনের পরিত্যক্ত দোকানের ভেতরে অভিযান পরিচালনা করে ৪ জনকে জুয়া খেলারত অবস্থায় আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২ টি তাস এবং নগদ মোট ২০৫০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত ৪ জন এবং পলাতক জুয়ারি রাজিব উদ্দিনের বিরুদ্ধে জুয়া আইনে কুলাউড়া থানায় একটি মামলা করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত