ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আওয়ামী লীগকে ভয় পায়, তাই নির্বাচনে হারার ভয়ে পথ হারিয়ে তারা পদযাত্রায় নেমেছে। তিনি মঙ্গলবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয়সহ সরকারি ২৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে মোশাররফ-ফজিলাতুন্নিছা ফাউন্ডেশন বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির আন্দোলনের সাথে জনগণের সম্পৃক্ততা নেই। আছে শুধু তাদের নেতাকর্মীরা। পাবলিক না থাকলে আন্দোলন হয়না, আন্দোলনে মানুষ থাকতে হয়। বিএনপিকে মানুষকে আন্দোলনে নামাতে পারেনি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এর আগে সড়ক পথে ওবায়দুল কাদের বসুরহাটের বাড়িতে এসে প্রয়াত পিতা মাতার কবর জিয়ারত করেন। এ সময় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহীদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আনম খায়রুল আলম সেলিম, সিনিয়র সহ সভাপতি শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেলসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: bnc24bd@gmail.com
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত