মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) শহরের গীর্জাপাড়াস্থ (কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ) মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কাটার পাশাপাশি পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন, মৌলভীবাজার-৩ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে ও ৬নং একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেন, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মহিম দে প্রমুখ। আয়োজকরা জানান, মেলায় শিশু কিশোরদের সুস্থ বিনোদন ও বিভিন্ন পণ্যের স্টল রয়েছে। তৈরি পোশাক, শাড়ি ও পাটজাত সামগ্রীসহ অন্যান্য পণ্যসহ ন্যায্যমূল্যে বিভিন্ন পণ্য বিক্রির সু-ব্যবস্থা এবং মেলায় ক্রেতারা নিরাপদে কেনাকাটা করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ মেলার নিজস্ব নিরাপত্তা-ব্যবস্থা রাখা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত