ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় বরসহ ২ জন নিহত হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৮ জন। বিকালে নোয়াখালী- ফেনী সড়কের চুনিরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চৌমুহনী থেকে ফেনীগামী বরযাত্রী-বাহী একটি মাইক্রো-বাস ঘটনাস্থলে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে রং সাইডে আসা বাঁধন পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রো বাসের ড্রাইভার ও বর নিহত এবং অন্তত ৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও কয়েকটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাস ও মাইক্রো-বাসটিও উদ্ধার করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত