জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ট্রেনে ভারত থেকে আমদানি করা পণ্য খালাসের জন্য দিনাজপুরের বিরামপুরে আধুনিক ইয়ার্ড নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিরামপুর রেলস্টেশন আধুনিকীকরণ প্রকল্পের কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। এলাকাবাসীর পক্ষে বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলীর দাবির প্রেক্ষিতে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বিরামপুর রেলস্টেশনে দেয়ার ঘোষণা দেন এবং পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বিবেচনায় রাখবেন বলে জানিয়েছেন। রেলমন্ত্রীর ঘোষণায় বিরামপুরবাসী সন্তুষ্টি প্রকাশ করেছেন। রেলমন্ত্রী বলেন, ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী রেলের ওয়াগনগুলো খালাসের জন্য বিরামপুরে আধুনিক ইয়ার্ড তৈরি করা হবে। এজন্য ডাবল রেললাইন স্থাপন এবং টি-১০৪নং গেট ও রাস্তা প্রশস্ত করণসহ ওভারব্রিজ নির্মাণ করা হবে। এ সময় রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন পশ্চিমাঞ্চলের জিএম অসিম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান হক, পাকশী-২ বিভাগীয় প্রকৌশলী বীরমল মণ্ডল, বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র এএসপি একেএম ওহিদুন্নবী, স্টেশন মাস্টার রফিক চৌধুরী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিকসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত