ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রোকনপুর জুনিয়র স্কুলে শীতকালীন পিঠা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের রোকনপুর জুনিয়র স্কুলের মাঠে ফিতা কেটে শীতকালীন পিঠা উৎসব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের এ মিলন-মেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোকনপুর জুনিয়র স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডঃ সুলতানা আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক অফিসার জাহাঙ্গীর হোসেন, স্কুলের প্রতিষ্ঠাতা দাতা সদস্য ডঃ সুলতানা এম আজিজ, সাংবাদিক ও লেখক মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল,স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ মোরাদ রায়হান , শিক্ষক আমান উল্লা ভূঁইয়া,স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ, স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুল ইসলাম তপু,এলাকবাসি সাইফুর ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মোসা. হাফিজা জেসমিন বলেন, পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তবে নগরায়নের প্রভাবে আজ তা অনেকটাই বিলুপ্তির পথে। এক সময় বাঙালির যে কোনও উৎসব আনন্দে মিশে থাকত রকমারি পিঠা, আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে এ ঐতিহ্য।অথচ এটি বাঙ্গালির সংস্কৃতির ঐতিহ্যর সাথে মিলেমিশে ছিল। তাই নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে বেশি বেশি এই ধরনের উৎসবের আয়োজন করতে হবে। ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের রোকনপুর জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের উদ্যোগে এ মেলায় ২০টি স্টল বসেছে। পিঠা উৎসবে দেশীয় প্রায় ৪০ ধরণের বিভিন্ন পিঠার পাশাপাশি বাঙ্গালী খাবারের পরের অনুষঙ্গ বাহারি পানের খিলি এ মেলায় বিক্রি করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত