জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: যশোরে অনুষ্ঠিত ৫১তম শীতকালীন আন্তঃ স্কুল ও মাদ্রাসা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রাজশাহী-রংপুর ‘চাঁপা অঞ্চল’ এর হয়ে শার্টলার মোস্তাকিম হোসেন খুলনা বিভাগকে এককভাবে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে। ৬ ফেব্রুয়ারি যশোর জিমনেশিয়াম ইনডোর মাঠে খুলনা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মোস্তাকিম হোসেন। ত ৭ফেব্রুয়ারি বেলা ১১ টায় যশোর জিমনেশিয়াম ইনডোর মাঠে সমবায়
প্রতিমন্ত্রী স্বপন চন্দ্র ভট্টাচার্য চ্যাম্পিয়ন মোস্তাকিম হোসেনের হাতে সনদ, ট্রফি, মেডেল ও প্রাইজ-বন্ড তুলে দেন। এছাড়াও মোস্তাকিম গত ৫০তম শীতকালীন আন্তঃ স্কুল ও মাদ্রাসা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দিনাজপুরে চ্যাম্পিয়নশিপ অর্জন করে এবং ২০২২ সালে জাতীয় অনূর্ধ্ব ১৫ ও ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত সাউথ এশিয়ান রিজিওনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টে অনূর্ধ্ব ১৫ বাংলাদেশের পক্ষে শার্টলার মোস্তাকিম হোসেন চ্যাম্পিয়ন হয়। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মোস্তাকিম হোসেন কে বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিআরডিবি কর্মকর্তা লুৎফর রহমান, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ) এর সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক,
বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দুদক উপজেলা কমিটির সহ-সভাপতি মাহমুদুল হক , শিক্ষক নজরুল ইসলাম, এনজিও ফোরামের সভাপতি এনামুল হক প্রমুখ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত