নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে “আফজল স্মৃতি সংসদ” এর উদ্যোগে মানবতার দেয়াল উদ্বোধন ও অসহায়দের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার কাদিরপুর সাহেবের হাটে সংগঠনের অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন। সংগঠনের সভাপতি শাহ মোহাম্মদ মনজুর কাদের দিদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার আবদুল বাকেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাদিরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন সুজন, সাংবাদিক ইয়াকুব নবী ইমনসহ অনেক বক্তব্য রাখেন। সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থাকতে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ৩৩ বছর আগে একদল তরুণ কাদিরপুর সাহেবের হাট এলাকায় “আফজল স্মৃতি সংসদ” প্রতিষ্ঠা করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত