হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহ জেলা মেডিকেল কলেজ ও রেল লাইন বাস্তবায়ন কমিটির আহবানে রবিবার সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী শহরের পোষ্ট অফিস মোড়ে ভাষা সৈনিক বাবু নন্দ দুলাল সাহার সভাপতিত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ডাঃ আলী হাসান ফরিদ জামিল, অধ্যক্ষ আমিনুর রহমান, উপধাক্ষ্য এন এম শাহজালাল, কামরুজ্জামান, ডাঃ মমতাজুল করিম, অধ্যাপক সিহাব উদ্দিন, ঝিনাইদহ পৌর প্যানেল মেয়র ফারজানা রেজা আঞ্জু, চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি নাছিম আহম্মেদ, অধ্যক্ষ সাইদুল আলম, উই পরিচালক শরিফা খাতুন, মাও: রুহুল আমিন, অধ্যাপক দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তাগণ বলেন, ঝিনাইদহ জেলা শহরে পণ্য পরিবহণ ব্যবসা, বাণিজ্যের উন্নয়ন, কর্মসংস্থান শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য রেললাইন স্থাপন, ছাত্র-ছাত্রীদের পড়াশুনা ও সুচিকিৎসার জন্য মেডিকেল কলেজ স্থাপনের দাবী জানান।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত