ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো: গোলাম ইয়াজদানীর উপর হামলার প্রতিবাদে ও হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী সাহাবুদ্দিনসহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে নোয়াখালীর বেগমগঞ্জে মানববন্ধন করেছে এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুল হক, উপ-সহকারী প্রকৌশলী সাবিনা সুলতানা, শাহাদাত হোসেন শাহিন সহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ঘটনার সাথে জড়িত যারা তারা সকলেই চিহ্নিত অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা হলেও নামে মাত্র তিনজনকে গ্রেফতার করা হয়। অনতিবিলম্বে মামলার সকল আসামী এবং তাদের ইন্দনদাতাদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এ বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে আরও কঠোর আন্দোলন কর্মসূচী হাতে নেওয়া হবে বলেও বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত