ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালী চৌমুহনী পৌরসভার উত্তর হাজিপুর আরিফ হোসেনের ছেলে আরিয়ান হোসেনকে(৫) এখনোও সন্ধান করে পায়নি পুলিশ। এ নিয়ে শিশুটির পরিবারে চলছে উদ্বেগ ও উৎকণ্ঠা। তবে তদন্ত-পূর্বক শিশুটির সন্ধানে কাজ চলছে এমনটাই জানান বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। থানা সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গেলো সোমবারে বাড়ির পাশে শিশু আরিয়ান খেলাধুলা করছিলো।পরে ছেলেকে না পেয়ে শিশুটির মা-বাবা আশেপাশে ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করে।৭ দিন ধরে নিখোঁজ আরিয়ানের অসহায় মা-বাবা অনেকটাই বাকরুদ্ধ।স্থানীয় এলাকাবাসীদের তথ্যমতে, শিশুটি সুন্দর হওয়ায় অপহরণ করা হয়ে থাকতে পারে। নিখোঁজ আরিয়ান এখনোও উদ্ধার না হওয়ায় এলাকায় শিশু ধরা নিয়ে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে নিখোঁজ আরিয়ানের পিতা আরিফ বলেন,আমি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। বিকালে বাড়ির পাশ থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।অনেক খোঁজাখুজি করে ছেলেকে না পেয়ে থানায় জিডি করি।আমার সাথে কারো শত্রুতা নেই।দুই জনের প্রতি সন্দেহ আছে।ছেলেকে খুঁজে বের করতে প্রশাসনের কাছে আহ্বান জানান। এ বিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা চৌমুহনী পুলিশ ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক জাহিদের মুঠোফোনে একাধিক বার ফোন করা হলে বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয় নি।তবে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনি বলেন,বিষয়টি তদন্তাধীন রয়েছে। শিশুটির সন্ধানে পুলিশ কাজ করছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত