নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ও ডেমিয়েন ফাউন্ডেশনের আয়োজনে “এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেমিয়েন ফাউন্ডেশন পত্নীতলার এমটি ল্যাব রাইহানুল আলমের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ কুমার দেব, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাছির হায়াত চৌধুরী, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আমিনুল হক, ডেমিয়েন ফাউন্ডেশনের টিএল সিও আসাদুজ্জামান, সুজাতা রাণী সরকার, ইউছুফ আলী, এলসিএ হেলারিয়াস টুডু প্রমুখ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত