ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সুইডেনে পবিত্র আল কুরআন পোড়ানোর পাশাপাশি অবমাননার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। শুক্রবার (২৭ জানুয়ারি) জুম্মা নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে ধর্ম প্রাণ মুসুল্লিরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে এসে জড় হতে থাকে। পরে চৌরঙ্গী মোড় থেকে পঞ্চগড় সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ একটি বিক্ষোভ মিছিল বের করে। প্রায় কয়েকশ মুসল্লি এসময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এসময় বক্তব্য রাখেন, সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষিত পরিষদের পঞ্চগড় জেলার শাখার সভাপতি মুফতি আ ন ম আব্দুল করিম, সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল্লাহসহ প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে সুইডেনে পবিত্র আল কুরআন পোড়ানোর ব্যক্তির ফাঁসির দাবী জানান।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত