মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জাকির হোসেন (২৯) নামে ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেফতার হয়েছে। জাকির হোসেন মৌলভীবাজার সদর থানার খলিলপুর গ্রামের তৈয়ব উল্লাহর ছেলে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে সদর মডেল থানার অন্তর্গত শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই মোশাহিদ কামাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পারকুল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সিআর- ৪১৮/২০(নবীগঞ্জ) মামলায় যৌতুক নিরোধ আইনে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ০৬ মাসের কারাদণ্ড প্রাপ্ত ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত