ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দীর্ঘদিনের পথচলার বন্ধু নড়াইল জেলার কমরেড সুকুমার কুন্ডু মঙ্গলবার ভোর ৭টায় নড়াইল শহরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি হৃদরোগজনিত রোগে ভুগছিলেন। কমরেড সুকুমার কুন্ডু সমাজ বদলের লড়াইয়ে নিজেকে আমৃত্যু নিয়োজিত রেখেছিলেন। কমরেড সুকুমার কুন্ড আজীবন শোষণ বৈষম্যহীন একটি সাম্যবাদী সমাজ বদলের সামিল ছিলেন। একজন নিবেদিত প্রাণ বিপ্লবীর প্রয়াণে ওয়ার্কার্স পার্টির পরিবারের অপুরনীয় ক্ষতি যা পুরন হবার নয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রীসহ দুই পুত্র, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তির।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত