আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নরুল ইসলাম (৪৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি সাব-ইন্সপেক্টর পদ মর্যাদার ও চাঁপাইনবাবগঞ্জ ডিএসবিতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ওহনপল্লি। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছয়রশিয়া এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময়, বিপরীত দিক থেকে আসা আরেক মোটরসাইকেলের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এসময় নুরুল ইসলামের সাথে থাকা জহির আলী (৫৫) একজন গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি এলাকায় একটি নির্বাচনী জনসভার দায়িত্ব পালনের জন্য ওই এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত