ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বুধবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ ঘোষণা করা হয়েছে। ২০২২ সালে বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন: কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত; কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন; প্রবন্ধ ও গবেষণা ক্যাটেগরিতে মাসুদুজ্জামান; অনুবাদে আলম খোরশেদ; নাটকে মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল; শিশুসাহিত্যে ধ্রুব এষ; মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক; বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়; বিজ্ঞান, কল্পবিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান ক্যাটেগরিতে মোকারম হোসেন; আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণ কাহিনী ক্যাটেগরিতে ইকতিয়ার চৌধুরী এবং ফোকলোর ক্যাটেগরিতে আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল। বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত