দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়ামোদি মানুষ। তিনি ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফলে আমাদের দেশের ছেলেমেয়েরা ফুটবল, ক্রিকেটসহ সর্বক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। প্রতিমন্ত্রী সোমবার দিনাজপুর ইনস্টিটিঊট প্রাঙ্গণে বিশিষ্ট ক্রীড়াবিদ, বীর মুক্তিযোদ্ধা, আব্দুর রৌফ চৌধুরীর স্মরণে দিনাজপুর ইনস্টিটিউট আয়োজিত ২য় ব্যাডমিন্টন প্রতিযোগিতা এর চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া-ক্ষেত্রে আমাদের মেয়েরা অসম্ভব-রকম ভাল করছে। যুবকরাও ভাল করছে। আমাদের খেলোয়াড়রা ইতোমধ্যে কিছু কিছু ইভেন্টে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনছে। দিনাজপুর একসময় ব্যাডমিন্টনসহ সবকিছুতেই ভাল ছিল। প্রতিভাধর খেলোয়াড়ও ছিল। যুব-সমাজকে ক্রীড়াঙ্গনের দিকে মনযোগী হওয়ার জন্য তিনি আহ্বান জানান। তিনি আরও বলেন, শুধু ল্যাপটপ, কম্পিউটার ও মোবাইল নিয়ে থাকলে হবেনা। খেলাধুলায়ও থাকতে হবে। শারীরিক সক্ষমতার জন্য খেলাধুলার দরকার আছে। খেলাধুলার কোন বিকল্প নাই। খেলাধুলার মধ্যে ছিল বলেই আব্দুর রৌফ চৌধুরী সততার সঙ্গে আমাদের সঠিক পথ দেখিয়ে গেছেন। দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত