ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, করোনা পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বের অনেক ধনী দেশের অর্থনীতি হুমকিতে পড়লেরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো আছে। সোমবার জাতীয় প্রেসক্লাবে ২০০৫-২০০৮ সালে নৌ ডাকাত ও জলদস্যুদের দ্বারা প্রায় অর্ধশত মৃত্যুবরণকারী বাল্কহেড নৌ শ্রমিকদের স্মরণে বাংলাদেশ নৌ পরিবহণ শ্রমিক ফেডারেশন আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমজীবী মেহনতি মানুষের জন্য নিবেদিত ছিলেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সবার আগে শ্রমিকদের কথা ভাবেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার শ্রমজীবী মানুষের জীবনমানের উন্নয়ন ঘটিয়ে আগামী প্রজন্মের জন্য উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ নিশ্চিত করবে। তিনি বলেন, অভ্যন্তরীণ নৌ পরিবহণ শ্রমিকদের জন্য মজুরি কাঠামো প্রণয়নের কাজ চলছে। তিনি নিজে মনিটর করছেন। দ্রুতই মজুরি কাঠামো প্রণয়নের কাজ সম্পন্ন হবে বলে নৌ পরিবহণ শ্রমিকদের আশ্বাস দেন। সভায় নৌ পরিবহণ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ আভ্যন্তরীণ বিভিন্ন নৌ রুটে শ্রমিকদের নির্যাতন, চাঁদাবাজি হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেন। অনুষ্ঠানে বাংলাদেশ নৌ পরিবহণ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি এ বি এম সফিউল আলম বুলুর সভাপতিত্বে বাংলাদেশ নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং প্রধান সার্ভেয়ার মঞ্জুরুল কবির, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মো. আলাউদ্দিন মিয়া, জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর দক্ষিণের ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম হোসেন, বাংলাদেশ অভ্যন্তরীণ যাত্রী পরিবহণ সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামাল বাদল, বাল্কহেড নৌযান মালিক সমিতির নেতা তোফাজ্জল হোসেন বাদল, বাংলাদেশ নৌ পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ব্যাপারীসহ নৌ পরিবহন মালিক এবং নৌ পরিবহণ শ্রমিক ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত