ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর সপুরা বিশাল ফ্যাক্টরি হতে বিসিক মোড় হয়ে পোস্টাল একাডেমী পর্যন্ত ফুটপাতসহ রাস্তা প্রশস্ত-করণ কাজ চলমান রয়েছে। রবিবার বেলা ১২টায় সপুরা বিসিক মোড় হয়ে পোস্টাল একাডেমী পর্যন্ত চলমান সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। পরিদর্শন-কালে কাজের মান ও অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন রাসিক মেয়র। পরিদর্শন-কালে প্রকল্পের ডিপিডি ও রাসিকের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আলমুতি সরাফুদ্দিন, তামিরুল ইসলাম জনি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মহানগরীর সপুরা বিশাল ফ্যাক্টরি হতে বিসিক মোড় হয়ে পোস্টাল একাডেমী পর্যন্ত ফুটপাতসহ রাস্তা প্রশস্ত-করণ কাজে ব্যয় হচ্ছে ১১ কোটি ২৮ লাখ টাকা। এই প্যাকেজে ১৫৮০ মিটার রাস্তা, উভয়-পাশে ড্রেন, স্লাব, ডিভাইডার ও ফুটপাত নির্মাণ করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তির।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত