ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে বাজার তদারকি অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়। রবিবার (২২ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সদর বাজারের চৌরঙ্গী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। এসময় অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ। জানা যায়, পঞ্চগড় শহরে বাজার তদারকি অভিযান পরিচালনা করে মেয়াদউত্তীর্ন পণ্য ও আমদানি কারক বিহীন পণ্য রাখা এবং লেবেল ব্যবহার না করা আব্দুল্লাহ কনফেকশনারিকে ৩ হাজার টাকা ও আল-বাঈক কনফেকশনারিকে ৪ হাজার টাকা এবং খাবার হোটেলে নিষিদ্ধ শাল্টু ব্যবহার করায় মৌচাক হোটেলকে ২ হাজার টাকা সহ মোট ৯ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরেশ চন্দ্র বর্মণ জানান, নিয়মিত অভিযানের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। একই সাথে তাদের সচেতন করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত