আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁয় র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প কর্তৃক নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আমইতাড়া এবং ফতেপুর এলাকায় সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্ষতিকর ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে ৫ জন ব্যক্তিকে প্রায় ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করে। র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং ভ্রাম্যমান আদালতের ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণপতি রায় এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ধামইরহাট উপজেলার আমইতাড়া এবং ফতেপুর এলাকায় অভিযান পরিচালনা করে ক্ষতিকর ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিপনন করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক মৃত তফির উদ্দিন এর ছেলে মোঃ সামসুজ্জামান(৫০) কে দশ হাজার টাকা, মোঃ মমতাজ উদ্দিন এর ছেলে মোঃ মনিরুজ্জামান (৫৫) কে পাঁচ হাজার টাকা, মৃত রমেজ উদ্দিন এর ছেলে মোঃ আমিনুল ইসলাম (৪৩) পাঁচ হাজার টাকা, মোঃ আমজাদ হোসেন এর ছেলে মোঃ আব্দুল কুদ্দুস (৪৫) কে দশ হাজার টাকা এবং মোঃ আব্দুল আজিজ মিয়া এর ছেলে মোঃ আব্দুর রহিম(৩০) কে তিন হাজার টাকা করে জরিমানা প্রদান করেন এবং অস্বাস্থ্যকর খাবার ক্ষতিকারক খাদ্য রং,ছত্রাক ভেজাল মিষ্টি, জিলাপী,খুরমা, দই, ভেজাল পাম তেল ইত্যাদি ধ্বংস করেন। উল্লেখ্য যে, উক্ত ৫ জন ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও বিপণন-কারী খাদ্য উৎপাদন এর পরিবেশ মানসম্মত ও স্বাস্থ্যকর না করা পর্যন্ত তাদের কারখানা বন্ধ রাখতে ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত