ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেনারেল অনিল চৌহান, পিভিএসএম, ইউওয়াইএসএম, এভিএসএম, এসএম, ভিএসএম; টেলিফোনের মাধ্যমে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ২০২৩) বাংলাদেশ সময় সকাল ১১০০ ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সাথে টেলিফোনে সৌজন্য আলাপ করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান টেলিফোন করার জন্য তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন দায়িত্বভার গ্রহণের জন্য অভিনন্দন জানান। তাঁরা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও বন্ধুপ্রতিম দেশ হিসেবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বর্তমান পারস্পরিক প্রশিক্ষণ সহযোগিতাকে আরও উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন। কথোপকথন চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান’কে বাংলাদেশে সৌজন্য সফরের জন্য আমন্ত্রণ জানান। এই কথোপকথনের মধ্যে দিয়ে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করা যায়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত