ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের চার দিন পর মজা পুকুর থেকে শ্রাবণ (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত শ্রাবণ জেলার গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মশাখালী গ্রামের কাঠ ব্যবসায়ী আব্দুল হামিদের ছেলে। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার চকপাদরা গ্রামের মজা পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত শ্রাবণ ঢাকায় একটি জুতার কারখানায় চাকরি করতেন। মাঝেমধ্যে বাড়িতে আসা-যাওয়া করতেন। চার দিন আগে তিনি নিখোঁজ হন। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান পাননি। পরে বুধবার বিকেলে লংগাইর ইউনিয়নের চকপাদরা গ্রামের রুহুল আমিনের মজা পুকুরে তার লাশ ভেসে ওঠে। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এসময় শ্রাবণের পরিবার তার মরদেহ সনাক্ত করলে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় ইউপি সদস্য মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শ্রাবণের লাশ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।’ গফরগাঁও উপজেলার পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ রাশেদুজ্জামান বলেন, ‘নিহত শ্রাবণ মাদকাসক্ত ছিল। লাশ উদ্ধারের সময় তার হাতে পলিথিনে মোড়ানো গামের কৌটা পাওয়া গেছে। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত