ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহে ৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার বলাৎকার করায় দায়ে মমতাজ আলী (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতার মমতাজ আলী জেলার ফুলপুর উপজেলার বালিয়া গ্রামের মৃত সহর আলীর ছেলে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে ময়মনসিংহ র্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার ভোরে জেলার গৌরীপুর উপজেলার শ্রীধরপুর গ্রাম থেকে অভিযুক্ত মমতাজ আলীকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহ র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, মমতাজ আলী ওই ছাত্রকে মাঝেমধ্যেই ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করতো। এসব ঘটনা পরিবারের কাছে বলতে নিষেধ করায় মমতাজ আলীর ভয়ে কাউকে জানায়নি শিশুটি। এদিকে ঘটনার দিন ৬ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে আবারও ফুলপুর উপজেলার বালিয়া গ্রামে নির্মাণাধীন ভবনের ভেতর ভুক্তভোগীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মমতাজ আলী। সেখানে পুনরায় বলাৎকার করার একপর্যায়ে ওই ছাত্রের চিৎকারে কয়েকজন ঘটনাস্থলে গিয়ে মমতাজকে আটক করার চেষ্টা করলে সে পালিয়ে যায়। এ ঘটনার পর ৮ জানুয়ারি ওই শিশুর মা বৃদ্ধ মমতাজ আলীকে আসামী করে ফুলপুর থানায় মামলা করেন। এই মামলায় র্যাব তাকে গ্রেফতারের পর আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। মমতাজ আলীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত