আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্টারের বিভিন্ন অনিয়ম, ঘুষ বাণিজ্য ও জনসাধারণকে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার সকালে সাবরেজিস্টার এর অফিসের সামনের সড়কে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছে। ঘণ্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, সাবরেজিস্টার ইউসুফ আলী কর্তৃক জনসাধারণকে হয়রানি, ঘুষ বাণিজ্য,পরবর্তী জনরোষের শিকার হওয়ার দায়ী উপজেলা নির্বাহী অফিসার দায় চাপানোর অপচেষ্টা আমরা শিবগঞ্জের মুক্তিযোদ্ধারা মেনে নিতে পারবো না,নির্বাহী অফিসার আবুল হায়াত একজন ভালো মানুষ তার তার বিরুদ্ধে কোন অপপ্রচার চালালে আমরা এর চাইতে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। সেই সাথে দুর্নীতিগ্রস্থ সাব রেজিস্টার ইউসুফ আলীর চাকরি থেকে অব্যাহতির দাবি জানান। এই সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনু উপজেলা ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, জেলা কমান্ডের সাংগঠনিক কমান্ডার তরিকুল ইসলাম, জেলা কমান্ডের সাহিত্যিক ও সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা তোসলিম উদ্দিন, আহসান হাবিব, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত