হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাণ্ডা বাতাসের দাপট আর কুয়াশা মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্ম আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ঝিনাইদহ সিটিজেন ফোরাম। সিটিজেন ফোরামের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শহরের পাঁচ-শতাধিক অসহায় দুস্থ শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিটিজেন ফোরামের সমন্বয়ক ফজলুর রহমান খুররম, ফোরামের সদস্য পিপি এড. ইসমাইল হোসেন, এড. সামছুল আলম, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, ফারুক হোসেন, আতিয়ার রহমান, এড. শওকত আলী, পৃত্থীশ রঞ্জন বিশ্বাস, এড. নজরুল ইসলাম, অরুণ কুমার ঘোষ, বাসদ নেতা এড. আসাদুজ্জামান, জাসদ নেতা মনিরুজ্জামান মানিক, সাংবাদিক শাহানুর আলমসহ সিটিজেন ফোরামের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। শীতবস্ত্র বিতরণ-কালে অসহায় মানুষের উদ্দেশে সিটিজেন ফোরামের সমন্বয়ক ফজলুর রহমান খুররম বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনও বস্ত্র নেই। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না।আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, শীতার্ত মানুষকে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের ব্যাপার। সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। কম্বল বিতরণ-কালে সিটিজেন ফোরামের নেতৃবৃন্দ বলেন, ঝিনাইদহের মানুষ যেন কোন সুবিধা বঞ্চিত না হয় এবং সাধারণ খেটে খাওয়া মানুষ যেন সকল নাগরিক সুবিধা পায় সে জন্য সিটিজেন ফোরাম সকল মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত