আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত বিষয়ের উপর ফুড ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে এই ফুড ফেয়ারের আয়োজন করে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারীর ৩৮তম ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডা. মোসা. মতিয়ারা খাতুন। এসময় আরও উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আব্দুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের বিষয়ভিত্তিক শিক্ষক মমতাজ বেগম, মোসা. হাসিনা খাতুনসহ নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ও শিক্ষার্থীরা। ফুড ফেয়ারে দ্বিতীয় বর্ষের ৫টি দল অংশগ্রহণ করেন। দলগুলো হলো- বডি বিল্ডিং ফুড, ফ্যাট রিচ ফুড, প্রটেকটিভ ফুড, মিনারেলস, এনার্জি এল্ডিং ফুড। নিউট্রিশন এন্ড ডায়টেটিকস বিষয়ের আওতায় ১০০ নম্বরের ব্যবহারিক পরীক্ষার অংশ হিসেবে শিক্ষার্থীরা এই ফুড ফেয়ারে অংশগ্রহণ করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত