আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দারুস সুন্নাত ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা চত্বরে সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ১৫০ জন অসহায় গরিব দুঃখী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল আহসান, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী-২ মোঃ আসাদুজ্জামান, বালিয়াডাঙ্গা দারুস সুন্নাত ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুনিরুল হক, সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) চাঁপাইনবাবগঞ্জ উপ কেন্দ্র এর উদ্যোগে গরিব দুঃখী অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, আইইবি’ চাঁপাইনবাবগঞ্জ জেলা সম্পাদক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাকিবুল আহসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত সরকার, নেসকোর বিক্রয় ও বিতরণ ১ এর নির্বাহী প্রকৌশলী আলিউল আজিম ও পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেসুর রহমান সহ অন্যরা।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত