জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সোমবার ১৬ জানুয়ারি বিকাল ৪টার দিকে নতুন বাজার পাটি অফিসের সামনে আন্দোলনের ১০দফা বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিরামপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। তবে পুলিশি বাধার মুখে বিএনপি বিক্ষোভ মিছিল করতে পারেনি। উপজেলা বিএনপি অফিসের সামনে উপজেলা বিএনপি সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর আলম নূরা, পৌর বিএনপির সভাপতি হুমায়ূন কবীর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জেলা বিএনপির সদস্য মহসীন আলী রাজু, জেলা বিএনপির সদস্য কমর সেলিম, উপজেলা বিএনপির সদস্য অহেদুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য সচিব এডভোকেট শিরণ আলম প্রমুখ। এসময় পৌর যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহীন, উপজেলা কৃষক দলের সভাপতি শাহানুর আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ অংশ গ্রহণ করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত