ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সোনাইমুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে জেনারেল হাসপাতাল (প্রা:) অব্যবস্থাপনা এবং নোংরা অস্বাস্থ্যকর এবং ডাক্তার,নার্স,ডিপ্লোমা নার্স ছাড়া হাসপাতাল পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। রবিবার দুপুরে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন এ অভিযান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইশরাত জাহান। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা.ইশরাত জাহান বলেন,হাসপাতালে অব্যবস্থাপনা নোংরা পরিবেশ, নার্স ও কর্তব্যরত চিকিৎসক না থাকায় তারা এ ব্যবস্থা গ্রহণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসমাইল হোসেন বলেন,রোগীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা না করে এধরনের হাসপাতাল গুলো অমানবিক কাজ করে চলেছে। পর্যায়ক্রমে প্রতিটি হাসপাতালে এধরনের কার্যকলাপ পেলে অভিযান পরিচালনা করা হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত