ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে অসহায় দরিদ্র জনসাধারণের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে ভজনপুর বিজিবি কোম্পানি সদর। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বি-মুখী উচ্চবিদ্যালয় মাঠে প্রায় দুই শত অসহায় শীতার্তদের শীত বস্ত্র হিসেবে কম্বল তুলে দেয় বিজিবি। পঞ্চগড় ১৮ বিজিবি অধিনায়ক এর পক্ষ থেকে ভজনপুর কোম্পানি সদরের ব্যবস্থাপনায় শীত বস্ত্র তুলেদেন ভজনপুর বিজিবি কোম্পানি সদরের কোম্পানি কমান্ডার সুভেদার জনাব মোঃ আবুল খায়ের। ভজনপুর, ময়নাগুড়ী ও পেদিয়াগছ সীমান্ত এলাকার সব থেকে অসহায় দরিদ্র প্রতিবন্ধী মানুষদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। বিজিবির শীত বস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেপনগড় ইউনিয়নের চেয়ারম্যান সলেমান আলী, ভজনপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জমিবর রহমার, ভজনপুর ইউপি সদস্য তবিবর রহমান, মকবুল হোসেন বাঙ্গালি, স্থানীয় সমাজ সেবক হামিদুল হাসান লাবু, পেদিয়া গছ বিজিবি ক্যাম্পের সুভেদার গোলাম ফারুক, ময়নাগুড়ী বিজিবি ক্যাম্পের নায়েব সুভেদার আব্দুল মালেক প্রমুখ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত