ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভোটার তালিকা সংশোধন করে দ্রুত নোয়াখালীর চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন সভাপতি প্রার্থী আজিজুল বাসার স্বপন। সকালে বাস-মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজিজুল বাশার স্বপন বলেন, তার প্রতিদ্বন্ধী প্রার্থী হুমায়ুন কবিরের সমিতির সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি নির্বাচন কমিশনে আবেদন করেন। কিন্তু নির্বাচন কমিশন কোন সুরাহা না করায় নিরুপায় হয়ে তিনি শ্রম আদালতের আশ্রয় নিলে আদালত নির্বাচন স্থগিত ঘোষণা করেন। বিরাজমান সমস্যাগুলো সমাধান করে প্রৃকত ব্যবসায়ী ভোটারদের মাধ্যমে ভোট সম্পন্ন করার দাবী জানান আজিজুল বাশার স্বপন। এ সময় আজিজুল বাশার স্বপনের কর্মী সমর্থক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: bnc24bd@gmail.com
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত