ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘সাম্প্রদায়িক ও অপসংস্কৃতির বিরুদ্ধে সংগীত, নাটক ও আবৃত্তি চর্চা অত্যন্ত জরুরী। শিল্প সাহিত্যকে গণ মানুষের কাছে নিয়ে তাদের চেতনার পরিবর্তন করা প্রয়োজন। দু’পার বাংলার সাংস্কৃতিক বিনিময় এ মাধ্যমে ত্বরান্বিত করবে। ব্যাঘ্রতটের এ আয়োজন অভিনন্দন-যোগ্য।’ বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কলকাতার বিশিষ্ট সংগীত ও বাচিক শিল্পী পল্লব কীর্তনিয়া’র নির্দেশিত কবিতা-বাড়ির নিবেদনে আবৃত্তি অনুষ্ঠান ‘তিমির ত্বিষা’ উদ্বোধন-কালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি এ কথা বলেন। ‘ব্যাঘ্রতট’ এর প্রধান সমন্বয়ক কমরেড মুস্তাফা লুৎফুল্লাহ এমপির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারপর ‘ব্যাঘ্রতটে’র আয়োজনে কলকাতার বিশিষ্ট সংগীত ও বাচিক শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার নির্দেশনায় কবিতা বাড়ির নিবেদনে আবৃত্তি অনুষ্ঠান “তিমির ত্বিষা” অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তির।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত