ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের গফরগাঁওয়ে বালু বোঝাই ট্রাক আনলোড করার সময় উল্টে হেলপারের (সাহায্যকারী) মৃত্যু হয়েছে। নিহত হেলপারের নাম অপু মিয়া (২০)। সে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদী এলাকায় আব্দুর রহমানের ছেলে। মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে হোসেনপুর-গফরগাঁও আঞ্চলিক সড়কের পাশে দিঘীরপাড় এলাকায় ট্রাক থেকে বালু আনলোড করার সময় হঠাৎ করে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হেলপার অপুর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান খান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত