ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: হিমালয়ের পাদদেশে অবস্থিতি দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা নেমে এসেছে ৬ ডিগ্রীর ঘরে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস। এদিকে তীব্র ঠাণ্ডা অব্যাহত রয়েছে। এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার জনজীবন। বেলা বাড়ার সাথে সাথে সকাল ৮টা নাগাদ সূর্যের মুখ দেখা মিললেও কনকনে শীত অনুভূত হচ্ছে।
এদিকে গভীর রাত থেকে হিম শীতল বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটার মতো হালকা ঝড়ে পড়া ঘন-কুয়াশা ঠান্ডাকে আরও কঠিন করে তুলেছে। এতে দুর্ভোগে পড়েছে জেলার নিম্ন ও খেটে খাওয়া মানুষজন। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়ে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত