ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সোনাইমুড়ীতে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের দু:স্থ অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ ও নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। উপজেলার জয়াগ বাজারে চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ ও একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির এই অর্থ বিতরণ ও ফিতা কেটে অফিস উদ্বোধন করেন। এ সময় সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সম্পাদক আফম বাবুল বাবু, ওসি জিয়াউল হকসহ অনেকে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন, মানুষের কল্যাণে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড বাড়িয়ে দলীয় নেতাকর্মীদের পাশে থাকতেই সোনাইমুড়ীতে এই ফাউন্ডেশনের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত