মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাসুক আহমেদ এর বিরুদ্ধে পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর গ্রামের হাজী মোঃ খলিলুর রহমান নামে এক ব্যবসায়ী লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে জুড়ী থানায় হাজী মোঃ খলিলুর রহমান একটি জরুরী কাজে থানায় আসেন। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুক আহমদ তাকে দেখে চরম উত্তেজিত হয়ে তার নির্বাচনী এলাকা ফুলতলায় যেতে নিষেধ করেন। তিনি কারণ জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজসহ ও প্রাণনাশের হুমকি দেন। থানায় আগত এক অপরিচিত লোক তাকে রক্ষা করেন। হাজী মোঃ খলিলুর রহমান জানান, ন্যায় বিচারের স্বার্থে গত ২৭ ডিসেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ফুলতলায় আমার ব্যবসা বাণিজ্যসহ বাগান বাড়ী রয়েছে। এ বিষয়ে আমি সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্টদের বিচার দাবী করছি। এ ব্যাপারে জানতে ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাসুক আহমদের মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন বলেন- হাজী মো: খলিলুর রহমানের সাথে তর্ক বিতর্কের বিষয়টি আমি অবগত হয়েছি। থানায় লিখিত অভিযোগ এর বিষয়ে জানতে চাইলে তিনি জানান- আমার নলেজের বাহিরে কে অভিযোগটি কে রিসিভ করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত