ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ শরীফপুর গ্রামে শুক্রবার মধ্যরাতে বাড়ির সবাইকে অচেতন করে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত করেছে ডাকাতদল। ডাকাতরা আলমারি ভেঙ্গে নগদ ২৬ লক্ষ ৫০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে। বর্তমানে আহত বৃদ্ধ মফিজ মিয়াকে (৭০) অচেতন অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ির লোকজন জানায়, মধ্যরাতে শরীফপুর ইউনিয়নের মোহাম্মদ উল্ল্যাহ মিয়ার বাড়িতে ৬/৭ জনের একদল ডাকাত কৌশলে ঘরে ঢুকে বিশেষ ধরনের কেমিক্যাল স্প্রে করে সবাইকে অচেতন করে ফেলে। এ সময় মফিজ উল্লা ঘটনা আঁচ করতে পারে এবং ডাকাতি কাজে বাধা দিলে ডাকাতদল দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে তাকে আঘাত করে। বর্তমানে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটি জমি ক্রয় করার জন্য এই টাকা ব্যাংক থেকে তুলে এনে আলমিরাতে রেখেছিল। এ ব্যাপারে জানতে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনির মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেননি। পরে অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল নাজমুল হাসান রাজিব জানান, বিষয়টি আমরা শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত