ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে অনলাইন ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম হিসাবে সফলতার পাশাপাশি ‘বৈঠক’ এখন সর্বসাধারণের জন্য ব্যবহারোপযোগী করা হয়েছে। এর ফলে যেকোনো ব্যক্তি মাত্র ৫০ টাকা দিয়ে সর্বোচ্চ ১ দিন (২৪ ঘন্টা) যেকোনো সংখ্যক বার ব্যবহার করতে পারবে। ব্যবহারকারী কম খরচে নির্ভেজাল-ভাবে যেকোনো সভা, ক্লাস, সেমিনার, ওয়েবনার ইত্যাদি নির-বিচ্ছিন্নভাবে সম্পন্ন করতে পারবে। এর পাশাপাশি আন্তর্জাতিক মানের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের মত রেকর্ডিং, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন স্ক্রিন শেয়ারিং, সোশ্যাল মিডিয়া স্ট্রিমিং, ওয়েটিং লবি ফিচারসহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার ব্যবহার করতে পারবে। কোভিডকালীন সময়ে সরকারের কার্যক্রমকে গতিশীল রাখার লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিজিডি ই-গভ সার্ট-এর নিজস্ব জনবল দ্বারা এই ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়। ‘বৈঠক’-এ অনুষ্ঠিত সকল সভার তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করা হয়। ‘বৈঠক’ এর সাবক্রিপশনের জন্য ক্লিক করুন: https://vc.bcc.gov.bd/ বিস্তারিত জানার জন্য দেখুন: tinyurl.com/boithokSubs
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত